YOGA Day

।। আন্তর্জাতিক যোগ-দিবসের শ্রদ্ধাঞ্জলি : যোগের সাথে যোগাযোগ ।।
***
অবশেষে হতাশার মাঝে একটু আশার সঞ্চার হলো জীবনপিয়াসী মানুষের মনে। ভাষা,
সম্প্রদায়, সাদা-কালো, ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে দেশের গণ্ডী পেরিয়ে
আন্তর্জাতিক স্তরে স্থান করে নিয়েছে যোগ-সাধনা। আসন, ন্যাস, প্রাণায়াম
অভ্যাসে শরীর-মন-আত্মাকে একযোগে বাধতে ফি-বছর ২১শে জুন, উদযাপিত হয়ে
চলেছে আন্তর্জাতিক যোগ-দিবস। আপন-আপন আঙ্গিকে জৈন, বৌদ্ধ, খ্রীশ্চান,
মুসলমান প্রভৃতি সম্প্রদায়, নিজেদের মত করে যোগ-কে উপস্থাপনা করলেও
যোগ-শাস্ত্রের মৌলিকত্বের দাবিদার ভারতবর্ষ। ইতিপূর্বে ভারত সরকারের পক্ষ
থেকে Ministry of AYUSH, আন্তর্জাতিক যোগ-দিবস উদযাপন উপলক্ষ্যে এক
সর্বজনীন বার্তাও দিয়েছে—
“Yoga is not about exercise but to discover the sense of oneness with
ourselves, the world and nature.
Yoga is an invaluable gift of ancient Indian tradition. It embodies
unity of mind and body, thought and action; restraint and fulfillment,
harmony between man and nature and a holistic approach to health and
well-being.” —Ministry of AYUSH, Govt. of India
বৈদিক যুগে মহর্ষি যাজ্ঞবল্ক্য তাঁর বিদূষী স্ত্রী মৈত্রেয়ীকে যোগ
সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন—সংযোগো যোগ ইত্যুক্তো
জীবাত্মাপরমাত্মনোঃ।। —জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপনের
মাধ্যম যোগ।
মহর্ষি পতঞ্জলি যোগ-কে চিত্তবৃত্তি নিরোধের মাধ্যম বলে উল্লেখ করেছেন।
যোগঃ চিত্ত-বৃত্তি নিরোধঃ।
ভারতের অগ্নিপুরানে মন এবং আত্মার মিলনের মাধ্যম হিসেবে যোগকে উল্লেখ করা
হয়েছে। শৈবরা জীবের সাথে শিবের, বৈষ্ণবেরা জীবের সাথে পুরুষোত্তমের
মিলনের মাধ্যম হিসেবে যোগকে ব্যবহার করেন। সহজিয়া তান্ত্রিকেরা শিব ও
শক্তির মিলন, সহজিয়া বৈষ্ণবেরা রাধা ও কৃষ্ণের মিলন এবং সহজীয়া বৌদ্ধরা
প্রজ্ঞা ও উপায়ের মিলনের মাধ্যম হিসেবে যোগ-কে ব্যবহার করেন।

পরমপুরুষ শ্রীকৃষ্ণ যোগকে “যোগঃ কর্ম্ম সুকৌশলম্’’ বলে বর্ণনা করেছেন। পরমপিতার কাছে প্রার্থনা, আমরা সকলে যেন পরমপিতার সাথে যোগযুক্ত থেকে হিংসা ভুলে সবাইকে আপন করে নিতে পারি।

tapanspr@gmail.com

Leave a comment