ধনতেরাস কি ও কেন

** ধন্তেরাস্ কি ধনবৃদ্ধির জন্য পালিত হয়? আর ১৪ শাক কেনই বা খায়? জানুন। **

নিবেদনে—তপন দাস

************************

ধনতেরস সোনার গয়না নয়, আয়ুর্বেদ ঔষধ কেনার দিন। ধন্বন্তরী নামে কাশীতে এক রাজা ছিলেন। তিনি তার রাজত্বের বাইরে গিয়েও আয়ুর্বেদ প্রচার করেন। তার প্রচারেই আয়ুর্বেদ আমাদের দেশে এতো প্রসিদ্ধ। তাই আয়ুর্বেদ মহৌষধের কথা উঠলেই স্মরণ করা হয় ধন্বন্তরীর নাম।

তিনি আশ্বিন মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে জন্ম গ্রহণ করেন, তাই তখন থেকেই আয়ুর্বেদ প্রেমিকরা তাঁর জন্ম তিথি ধন্বন্তরী ত্রয়োদশী হিসাবে পালন করে। হিন্দিতে এটাকে ধন্বন্তরী তেরস বা সংক্ষেপে ধনতেরস বলে। এর সাথে ধন বা অর্থের কোনো সম্পর্ক নেই।

সেই বৃত্তান্ত স্মরণে রেখে অনেকেই ধনতেরসে তাঁর পূজা করে থাকেন। সবচেয়ে বড়ো কথা, ভারত সরকারের ‘আয়ুশ’ মন্ত্রক এই দিনটিকেই ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

ধন্বন্তরী জন্মেছিলেন ত্রয়োদশী তিথির শেষ লগ্নে। চতুর্দশীর শুরুতে। তাই ধন্বন্তরীর মতো আয়ুর্বেদকে মর্যাদা দিতে চতুর্দশী তিথিতে বিশেষ ভেষজ গুণযুক্ত চোদ্দটি শাক খেয়ে শরীরে প্রাকৃতিক ভ্যাক্সিন প্রবেশ করানো হয়। যাকে আমরা ১৪ শাক খাওয়া বলে থাকি। অনেকেই এই দিনে চোদ্দ শাক খেয়ে থাকে।

May be an image of text that says "ভূত চতুর্দশীর চৌদ্দ শাক ওল কেউ বেতো সর্ষে নিম SSA জয়ন্তী শাঞ্চে হেলেএঞা পলতা শৌলফ কালকাসুন্দে গুলঞ্চ ভাঁটপাতা শুষণী"

All reactions:

7Sumana Bhattacharya, Utpala Roy Tumpa and 5 others

Leave a comment